জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগকে ৫৫ ইঞ্চির একটি ফুল এইচডি এলইডি টেলিভিশন উপহার দিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
রোববার বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মণ্ডলের হাতে টেলিভিশন সেট তুলে দেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক শেখ আদনান ফাহাদ ও রাকিব আহমেদ, প্রভাষক সালমা আহমেদ, মীর মো. ফজলে রাব্বি, সুমাইয়া শিফাত ও হাসান মাহমুদ ফয়সল, ওয়ালটন গ্রুপের সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম মিল্টন এবং সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগটি খোলা হয়েছে মাত্র পাঁচ বছর আগে। একটি সুপ্রতিষ্ঠিত বিভাগ হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিভাগের জন্য সম্প্রতি চালু হয়েছে একটি সেমিনার রুম। চলছে আরো কয়েকটি ক্লাসরুম তৈরির প্রক্রিয়া। এসব কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভাগের জন্য অন্যান্য আনুষঙ্গিক ইলেকট্রনিক্স যোগাযোগ সরঞ্জাম জোগাড় করা এই মূহূর্তে বেশ কষ্টসাধ্য। এক্ষেত্রে, এগিয়ে এসেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এজন্য তিনি ওয়ালটনকে ধন্যবাদ জানান।
তিনি আশা করেন, দেশে মেধাবী সাংবাদিক তৈরিতে ওয়ালটন এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, এই বিভাগকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ওয়ালটনকে পাশে পেয়ে আমরা আনন্দিত।
একই বিভাগের প্রভাষক সালমা আহমেদ বলেন, সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হলো প্রতিদিনের সংবাদগুলো দেখা ও বিশ্লেষণ করা। এতে করে, তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি তাদের ব্যবহারিক শিক্ষা আরো সমৃদ্ধ হয়। সেক্ষেত্রে, টেলিভিশন প্রদানের জন্য ওয়ালটনকে ধন্যবাদ।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ওয়ালটন মিডিয়াবান্ধব একটি প্রতিষ্ঠান। দেশীয় শিল্প বিকাশে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করছে। দেশে গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে এবং মেধাবী গণমাধ্যম কর্মী তৈরিতেও করপোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সিমুলেশন প্রক্রিয়া আরো সহজতর করবে এই ছোট্ট উপহার।