গণমাধ্যমে বিডিআর বিদ্রোহের উপস্থাপন সংবাদসূত্র ব্যবহারের ওপর ডিসকোর্স অ্যানালাইসিস
উজ্জ্বল মন্ডল
সারসংক্ষেপ
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের সূত্রপাত হয়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে। দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টিকারী এই ঘটনার সংবাদ বাংলাদেশের গণমাধ্যমগুলো বড় ধরনের কাভারেজ দিয়ে প্রচারপ্রকাশ করে। বিডিআর বিদ্রোহের ঘটনাটি একটি বড় ধরনের ডিসকোর্সেও পরিণত হয়। বাংলাদেশের গণমাধ্যম এ ঘটনার সংবাদ প্রকাশে কী ধরনের সংবাদসূত্র ব্যবহার করেছে এবং কেন করেছে- তা জানার জন্য গবেষণাটি করা হয়। দেশের প্রধান চারটি জাতীয় দৈনিক প্রম আলো, জনকণ্ঠ, নয়া দিগন্ত ও নিউএজ-এ প্রকাশিত সংবাদগুলো নমুনায় অর্ন্তভুক্ত করে সেগুলোর সংবাদসূত্র ডিসকোর্স অ্যানালাইসিস পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, বিডিআর বিদ্রোহের ঘটনার সংবাদে গণমাধ্যমগুলো খুবই দুর্বল ও অস্পষ্ট সূত্র ব্যবহার করেছে। মাঝে মাঝে পত্রিকাগুলোর সংবাদসূত্রকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার প্রয়াস লক্ষ্যণীয়। এমনকি প্রতিবেদকের মতামতও কিছু ক্ষেত্রে প্রতিফলিত হয়েছে।
Keywords
বিডিআর বিদ্রোহ, সংবাদসূত্র
Full Text
Uzzwal Mondal is Lecturer in the Department of Journalism and Media Studies, Jahangirnagar University, Dhaka, Bangladesh. Email: umondalmcj@gmail.com