পুস্তক সমালোচনা: যোগাযোগের ভাষা : শামসুর রাহমান ও তাঁর কবিতা
তারেক রেজা
সারসংক্ষেপ
শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ
বেগম আকতার কামাল
প্রকাশক : কথাপ্রকাশ, ঢাকা
প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০১৪
মূল্য : ১৬০ টাকা
বাংলাদেশের কবিতায় শামসুর রাহমানের অবদান ব্যক্তিত্বচিহ্নিত। মানুষের সঙ্গে সংযোগের শক্তিশালী এক ভাষার ¯্রষ্টা তিনি। এই ভাষা গণমানুষের কথ্যরীতির হুবহু অনুকৃতি নিশ্চয়ই নয়, কিন্তু শিক্ষিত মধ্যবিত্তের কথনকৌশল তাঁর কাব্যভাষায় শক্তি সঞ্চার করেছে। ফলে সাধারণের অনুভবের শৈল্পিক রূপায়ণে তাঁর সার্থকতা কালের পরীক্ষায় স্বীকৃত ও সম্মানিত হয়েছে। ভাষা যোগাযোগেরই মাধ্যম, কিন্তু কবিতার ভাষা প্রয়োজনের সংযোগ ও সম্পৃক্তির সীমানা পেরিয়ে পাঠককে পৌঁছে দিতে চায় ভিন্নতর বাস্তবতায়, যেখানে কবি এবং তাঁর কবিতাকে বুঝতে পারার আনন্দ গঙ্গাধারার মতো বুঝতে না-পারার বেদনাবিহ্বল কালো যমুনার সঙ্গে যুক্ত হয়ে যায়। সাংবাদিক ছিলেন তিনি। সংবাদপত্রের যোগাযোগের গতিপ্রকৃতি বিষয়ে তাঁর অভিজ্ঞান যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কবিতার মাধ্যমে মানুষের অন্তর্গত অনুভবকে জাগ্রত করার কাজটিও তিনি আমৃত্যু অব্যাহত রেখেছেন। কবিতার মাধ্যমে তিনি মানুষের সঙ্গে মিলেছেন, আবার কবিতার সঙ্গেও তিনি মানুষকে মিলিয়ে দিয়েছেন। এই মেলামেশার মানবিক আয়োজনে কবি শামসুর রাহমান কোন মূর্তিতে আবির্ভুত হয়েছেন, শামসুর রাহমানের কবিতা : অভিজ্ঞান ও সংবেদ শীর্ষক গ্রন্থে প্রাবন্ধিক-গবেষক বেগম আকতার কামাল তারই তদন্তে মনোনিবেশ করেছেন।
কি-ওয়ার্ড
Review, Invisible War
পরিপূর্ণ লেখা
# Tareq Reza is Assistant Professor in the Department of Bangla, Jahangirnagar University, Dhaka, Bangladesh. Email: tareqreja@yahoo.com
https://www.traditionrolex.com/45