সাংবাদিকতায় নৈতিকতার চর্চা ও ধরন : বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে
-রুবাইয়া জান্নাত*
-হাসান মাহমুদ ফয়সল**
-রাজীব নন্দী***
সার-সংক্ষেপ
সভ্যতার বিকাশে মুদ্রণ ও সম্প্রচার সাংবাদিকতা বিরাট অবদান রেখে চলছে। বাংলাদেশে মুদ্রণ ও সম্প্রচার সাংবাদিকতা পেশা হিসেবে বেশ জনপ্রিয়। সাংবাদিকতার এ দুটি ধারাই বৈচিত্র্যময় এবং স্ফিতকায়, যাকে এখন ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে ধরা হয়। প্রথাগত ধারণায় বলা হয়- তথ্য ও বিনোদন পরিবেশনের জন্য মিডিয়া ইন্ডাস্ট্রি বিকশিত হয়েছে। তবে তথ্য ও বিনোদন প্রদানের দায়িত্ব পালন করতে গিয়ে নীতি-নিষ্ঠতার পরীক্ষায় কিংবা নৈতিকতার চর্চায় প্রায়ই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে মিডিয়ার ভূমিকা। আকারে ও প্রকারে সাংবাদিকতা এগিয়েছে ঠিকই, কিন্তু সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নীতিগর্হিত নানামুখি কর্মকা-ের সাথেও নিজেকে জড়িয়ে নিচ্ছে। অথচ নীতি-নিষ্ঠতা সাংবাদিকের পেশাদারিত্বের অন্যতম দাবি। তাই সাংবাদিকতায় নৈতিকতার চর্চা ও ধরন নিয়ে আলাপ ও বিতর্ক একান্ত প্রয়োজন। সাংবাদিকতায় নৈতিকতার বিষয়টি যতটা না তার প্রতিদিনের চর্চায়, তার চাইতেও বেশি সেমিনারকেন্দ্রিক আনুষ্ঠানিক আলোচনা আর বৈদেশিক অনুদাননির্ভর কর্মশালাতে কেন্দ্রীভূত থাকে। বাংলাদেশে সাংবাদিকতায় এ ধরনের কিছু দৃশ্যপট ও অসংগতির চিত্র তুলে ধরে তা থেকে উত্তরণের সুপারিশ করা হয়েছে প্রবন্ধটিতে। প্রবন্ধে সাম্প্রতিক বাংলাদেশে সাংবাদিকতায় নৈতিকতার সাথে সাংঘর্ষিক কয়েকটি ঘটনার নানামুখি দিক নিয়েও আলোচনা করা হয়েছে; যেখানে সাংবাদিকতার সঙ্গে নৈতিকতার দ্বন্দ্ব স্পষ্টভাবে প্রতীয়মান। একইসঙ্গে, বৈশ্বিক সাংবাদিকতায় এই প্রবণতাটি কেমন তা-ও তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। সাংবাদিকতায় নীতি-নৈতিকতার চর্চায় বৈশ্বিক সংকটগুলোর উপর সংক্ষেপে আলোকপাত করার পাশাপাশি সংকট থেকে উত্তরণের পথনির্দেশনাও দেয়া হয়েছে এ প্রবন্ধে।
সম্পূর্ণ লেখা
*রুবাইয়া জান্নাত: প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
** হাসান মাহমুদ ফয়সল: প্রভাষক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
*** রাজীব নন্দী: সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।