মীর মশাররফ হোসেনের সাংবাদিক সত্তা
Posted on by JMS Web Manager
0
মীর মশাররফ হোসেনের সাংবাদিক সত্তা -খন্দকার শামীম আহমেদ সার-সংক্ষেপ মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১১) বাংলা সাহিত্যে প্রথম মুসলমান সাহিত্যিক, যিনি আধুনিক যুগের বাংলা সাহিত্যে একটি স্থায়ী আসন অর্জন করতে সক্ষম হয়েছেন। বিষাদ-সিন্ধু, জমিদার দর্পণ-প্রণেতা হিসেবেই তিনি সাধারণ পাঠকের কাছে খ্যাতিমান। রত্নবতী, বসন্তকুমারী নাটক, সঙ্গীত লহরী প্রভৃতিতে তাঁর বিচিত্র প্রতিভার পরিচয় প্রকাশ পেয়েছে। গোজীবন, উদাসীন পথিকের মনের কথা প্রভৃতি রচনায় তাঁকে সমাজসচেতন সাহিত্যেক হিসেবে দেখতে পাওয়া যায়। তিনি দুটি পত্রিকার সম্পাদক ছিলেন- আজিজননেহার ও হিতকরী। সিপাহি বিদ্রোহ, নীলবিদ্রোহ, ওহাবি-ফরায়েজি আন্দোলন, জাতীয় Continue Reading